নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ হামলা পাল্টা হামলা হামলার জেরে খোয়াই জেলার কল্যাণপুরের পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভায় খাস কল্যাণপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷

সকালের দিকে ভোট দান পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে শুরু করলেও বেলা ১০ টা থেকে আইপিএফটি কর্মীদের আক্রমণের শিকার হন বিজেপি কর্মীরা৷
বিজেপি কর্মীদের অভিযোগ নতুন আবাদি গ্রাম থেকে আসা ভোটারদের ভোট না দেওয়ার জন্য হুলিয়া জারি করেছে আইপিএফটি৷ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হয়েছে৷ এ ধরনের খবর পেয়ে বিজেপির কর্মীরাও এলাকায় ছুটে যান৷ এনিয়ে দুপক্ষের মধ্যে বাক্বিতন্ডাহয়৷ এমনকি হামলা পাল্টা হামলার ঘটনাও সংগঠিত হয়েছে৷ তাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার খবর পেয়ে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কল্যাণপুর থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনী পশ্চিম দ্বারিকা পুরের খাস কল্যাণপুর গ্রামে ছুটে যায়৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে টিএসআর এবং বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷
ফের যেকোন সময়ে হিংসার দাবানল জ্বলে উঠার আশঙ্কা দেখা দিয়েছে৷ শাসক দলের দুই শরীকের মধ্যে গ্রাম দখলকে কেন্দ্র করে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে এলাকার সাধারণ মানুষও আতঙ্কগ্রস্থ৷

