পাওয়ার টিলার দূর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দিল্লি থেকে ফিরে দপ্তরের আধিকারিকদের নিয়ে গত ১০ই জুলাই বুধবার বিশালগড়ের চেলিখলাতে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা মৃত ব্রজবাসী দেববর্মার বাড়ি ছুটে যান৷ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতের পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন৷ তিনি রাজ্য সরকার ও দলের পক্ষ থেকে প্রয়াতের পরিবারের প্রতি গভী শোক জ্ঞাপন করেন৷ পরে তিনি প্রয়াতের অসহায় ছেলের হাতে কৃষি দফতরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা তুলে দেন৷

এখনে উল্লেখ্য, গত বুধবার সকলে জমি চাষ করার সময়ে আচমকা ট্রাক্টরের ব্লেডে জড়িয়ে ব্রজবাসী দেববর্মার মর্মান্তিক মৃত্যু হয়, যা এই রাজ্যে প্রথম৷ ঘটনার খবর দিল্লিতে পেয়ে কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অবহিত করেন৷ মুখ্যমন্ত্রী সর্বতোবাবে শোকাহত পরিবারের পাশে থাকার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন৷ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ দেবপ্রসাদ সরকার, বিশিষ্ট আইনজীবী নিতাই চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *