
নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক মর্যাদার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
শনিবার নীতি আয়োগের বৈঠকে জগনমোহন রেড্ডি বলেন, দেশের ইতিহাসে অন্ধ্রপ্রদেশ বাদে কোনও রাজ্যকে বিশেষ আর্থিক মর্যাদা দেওয়ার শর্ত দেওয়া হয়নি। বিশেষ মর্যাদার বিষয়ে রাজ্যের শাসকদল এবং বিরোধীরা ঐক্যমত্ব ছিল। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দিলে বাকি রাজ্যেরও যে সেই একই মর্যাদা দেওয়ার দাবি উঠতে পারে এমন ধারণাকে গুজব বলে কটাক্ষ করেন জগনমোহন ।
অন্ধ্রপ্রদেশের আগের সরকার তেলেগু দেশম পার্টিকে কটাক্ষ করে জগনমোহন রেড্ডি বলেন, রাজ্যে বিগত পাঁচ বছরে প্রশাসনের অন্দরে প্রশাসনিক অরাজকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে লিপ্ত ছিল। তার জেরে রাজ্যে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে। শিল্প এবং পরিকাঠামো ক্ষেত্রে কোনও বিনিয়োগ হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবনতি হয়েছে।
উল্লেখ করা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এন চন্দ্রবাবু নাইডু ছিলেন তখন থেকে অন্ধ্রপ্রদেশ বিশেষ মর্যাদা দাবিতে সরব হয়েছিলেন। এবার এই একই দাবিতে সরব হলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

