মুম্বই ও নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): মালেগাঁও বিস্ফোরণ মামলার (২০০৮) সমস্ত অভিযুক্তকে সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজিরা দিতে হবে| মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতও| অর্থাত্ প্রজ্ঞা সিং ঠাকুর এবং প্রসাদ পুরোহিত-সহ মালেগাঁও বিস্ফোরণ মামলার সমস্ত অভিযুক্তদের সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজিরা দিতেই হবে| শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত| আদালত চত্বরে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্তদের অনুপস্থিতি নিয়ে অসন্তুষ্ট আদালত| পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ মে (সোমবার)|
আদালতে অভিযুক্তদের গরহাজিরায় অসন্তোষ প্রকাশ করেন মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালতের বিচারপতি| এরপরই সপ্তাহে অন্তত একদিন সমস্ত অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে হবে| ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ জনের| আহত হয়েছিলেন শতাধিক মানুষ| মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্তরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, প্রজ্ঞা সিং ঠাকুর, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রশিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি| প্রত্যেকেই এখন জামিনে মুক্ত|