BRAKING NEWS

ভোটের জন্য একজনকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন রাহুল : স্মৃতি

আমেঠি, ৬ মে (হি.স.): পঞ্চম দফার ভোটপর্বে আমেঠিতে নিজের প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় সোমবার সকালে আমেঠি আসেন স্মৃতি| সঞ্জয় গান্ধী হাসপাতালে রবিবার এক ব্যক্তির মৃত্যুর জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দায়ী করেন স্মৃতি। রবিবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনার সুবিধাভোগী হওয়ার কারণেই আমেঠির সঞ্জয় গান্ধী হাসপাতালে ওই ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ই বলেছেন যে রাহুল ওই মেডিকেল ইনস্টিটিউটের ট্রাস্টি। কংগ্রেসের সভাপতিকে ‘অমানবিক’ বলে কটাক্ষ করে এদিন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, \”একজন মানুষ মারা গিয়েছে, কারণ, শুধুমাত্র তাঁর আয়ুষ্মান ভারত কার্ড থাকায়, হাসপাতাল তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে যে হাসপাতালের ট্রাস্টি রাহুল গান্ধী।\”

যদিও, আমেঠির সঞ্জীব গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ বিজেপির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন এ প্রসঙ্গে ফের নিজের কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, \”এই গান্ধী পরিবারটি এতটাই নোংরা যে কেবলমাত্র রাজনৈতিক লাভের জন্য একজন নির্দোষ ব্যক্তিকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।\” পঞ্চম দফার নির্বাচনের ভোটগ্রহণের দিন তিনি আমেঠিতে অনুপস্থিত থাকার জন্য রাহুল গান্ধীকে আক্রমণ করেন এবং প্রশ্ন করেছেন, কেন তিনি সেখানে নেই। তিনি বলেন, \”আমেঠিতে রাহুল গান্ধী অনুপস্থিত কেন এবং কেন তিনি দু-টি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা কংগ্রেস পার্টির কর্মীদের ব্যাখ্যা করতে হবে।\” তিনি আরও জানান, \”আমি প্রশাসন ও নিৰ্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আমেঠিতে বুথ ক্যাপচারের অভিযোগ সম্পর্কে একটি সতর্কতা টুইট করেছি, আশা করি তারা পদক্ষেপ নেবে। এই ধরনের রাজনীতির জন্য রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া উচিত কিনা তা নির্ধারণ করবেন দেশের মানুষ।\” এদিন অন্যদিকে, প্রিয়াংকা গান্ধী বঢরাকে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেন, \”পাঁচ বছর আগেও প্রিয়াংকা গান্ধী আমার নাম জানতেন না। এখন তিনি শুধুই আমার নাম নিতেই থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *