মদ্যপ নাতির আলিঙ্গনেমৃত্যু দাদুর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মার্চ৷৷ নাতির হাতে দাদুর মৃত্যু৷ ঘটনাটি ঘটেছে মধুপুর থানার অধীন রমা চৌধুরী পাড়ায়৷ নিহত ব্যক্তির নাম রন দেববর্মা৷ অভিযুক্ত নাতির নাম মুকুন্দ দেববর্মা৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়৷ পুলিশ নাকি মুকুন্দ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়৷


জানা গিযেছে, মুকুন্দ প্রায়শই মদ্য পান করে বাড়িতে আসে ঝগড়া ঝাটি করে৷ অন্যান্যদিনের মতো বুধবার সন্ধ্যায় মুকুন্দ আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে দাদুর সাথে কথা কাটাকাটি করে৷ একসময় মুকুন্দ তার দাদুকে জড়িয়ে ধরে৷ এই আলিঙ্গনের মধ্যেই আচমকা দাদু প্রাণ হারিয়ে ফেলেন৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশকে৷ মৃতদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *