গ্রীষ্মের দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে সকালে স্কুল খোলার নির্দেশ ওডিশা সরকারের

ভুবনেশ্বর, ২৪ মার্চ (হি.স.) : বসন্তকাল শেষ হতে আর কয়েকটা দিন বাকি, এরপরেই শুরু হবে গ্রীষ্মের দাবদাহ। গরমের হাত থেকে স্কুল পড়ুয়াদের বাঁচানোর জন্য নয়া নির্দেশিকা জারি করল ওডিশা সরকার। 
২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হবে সকাল ৬টা ৩০মিনিটে। চলবে ১০টা ৩০মিনিট পর্যন্ত। কোনও ভাবেই সকাল ১১টার বেশি ক্লাস চলানো যাবে না। সকাল ১০টায় পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে। এমনই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

পাশাপাশি রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে ৩০ মার্চ মধ্যে সমস্ত পরীক্ষা এবং ক্লাস প্রজেক্টের কাজ শেষ করতে হবে। এই সময়ের মধ্যে পড়ুয়াদের জন্য পানীয় জল এবং ফাস্ট এডের ব্যবস্থা রাখতে হবে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে পড়ুয়ারা যাতে স্কুলে আসার সময় ছাতা এবং জলের বোতল নিজেদের সঙ্গে করে আনে সেই বিষয়ও লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি যেসব স্কুলগুলিতে টিউব ওয়েলের ব্যবস্থা নেই। সেখানে পানীয় জলের ব্যবস্থা করা দায়িত্ব প্রধান শিক্ষকের বলে নির্দেশিকা বলা হয়েছে। গরম দিনগুলির জন্য শরীর শিক্ষা বিষয়টি ঐচ্ছিক রাখা নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মে থেকে রাজ্যে গ্রীষ্মের ছুটি পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *