সমস্ত দেশবাসীই এখন চৌকিদার, দাবি পীযুষ গোয়েলের

হায়দরাবাদ, ২৩ মার্চ (হি.স.) : সমস্ত দেশবাসীই এখন চৌকিদার। শনিবার হায়দরাবাদের ‘ম্যায় ভি চৌকিদার’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
এদিন রেলমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিক এখন চৌকিদার। পড়ুয়া থেকে গৃহবূধ, সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষ। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রত্যেকের উচিত নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকা। দেশের উন্নয়ন এবং সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে চৌকিদার হয়েছে। এনডিএ সরকারের আমলে দেশের ১৩০ কোটি মানুষ এখন নিজেদের নিরাপদ মনে করছে।সন্ত্রাসবাদ প্রসঙ্গে আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগে পীযূষ গোয়েল বলেন, ভারতে জঙ্গি হামলা হলে আগের সরকার নীরব থাকত। কিন্তু এখন জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। দেশকে নিরাপদ রাখার জন্য কোনও ছুটি না নিয়ে ৩৬৫ দিন ধরে কাজ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে পীযুষ গোয়েল বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রত্যন্ত গ্রামে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি প্রকল্পের অর্থ গ্রামবাসীদের ব্যাঙ্কের অ্যাকাউণ্টে ঢুকে যাচ্ছে। বিজেপি জিএসটি এনেছে। ৩০ কোটি মানুষের কর ছাড় দেওয়া হয়েছে। দেশ তখনই নিরাপদ বোধ করবে যখন দেশবাসী দেশপ্রেমের প্রতি আস্থাশীল থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *