আসন রফা নিয়ে সিদ্ধান্ত অপরিবর্তিত ঃ মেবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে শাসক জোটে জটিলতা কাটছেই না৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সাথে আইপিএফটির বৈঠক ফের ভেস্তে গেছে৷ বৈঠকে শেষে আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, আসন রফা নিয়ে সিদ্ধান্ত অপরিবর্তিত৷ তাতে, মনে হচ্ছে, শাসক জোটের উভয় দল লোকসভা নির্বাচনে এককভাবেই লড়বে৷
আইপিএফটি প্রার্থী ঘোষণার পর থেকে শাসক জোটে অস্থিরতা বেড়েই চলেছে৷ বিজেপি এবং আইপিএফটি উভয় দল নিজেদের সিদ্ধান্তে অনঢ়৷ পূর্ব আসন না দিলে আইপিএফটি প্রার্থী পদ প্রত্যাহার তা আবারও শাসক জোট বিজেপিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে৷


সোমবার যীষ্ণু দেববর্মা আইপিএফটি নেতৃবৃন্দকে ফের আসন রফা নিয়ে আলোচনার আবেদন জানান৷ সেই মোতাবেক এদিন রাতেই যীষ্ণু দেববর্মার সরকারী বাসভবনে দুই শরিক দলের বৈঠক শুরু হয়৷ সূত্রের খবর, জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়াইয়ের আবেদন আই পি এফ টিকে জানায় বিজেপি৷ যীষ্ণু দেববর্মা আইপিএফটিকে প্রার্থী পদ প্রত্যাহারের অনুরোধ করেন আইপিএফটি নেতৃবৃন্দকে৷ কিন্তু, আইপিএফটি পূর্ব আসনের দাবিতে অনঢ় থাকে৷ সূত্রের খবর, আইপিএফটি যীষ্ণু দেববর্মাকে স্পষ্ট জানিয়েছে পূর্ব আসনে বিজেপি প্রার্থী না দিলে উভয় দল জোট বেঁধেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ কিন্তু, যীষ্ণু দেববর্মা তাতে রাজী হননি৷


বৈঠক শেষে আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, আসন রফা আজ ফের বিজেপির বৈঠক হয়েছে৷ কিন্তু, সিদ্ধান্ত এখনো অপরিবর্তিত৷ তিনি এর বেশি কিছু জানাতে রাজী হননি৷ তবে, তাঁর কথায় স্পষ্ট আসন রফা নিয়ে আজকের বৈঠকও নিস্ফলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *