পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, রাফাল নিয়ে ফের তোপ দাগলেন রাহুল

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| বুধবারই সুপ্রিম কোর্টে এই কথা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা দফতর থেকে চুরির ঘটনায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুলের প্রশ্ন, ‘কেন জেপিসি তদন্তের দাবি খারিজ করা হল?’ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘একদিকে আপনি বলছেন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এর অর্থ হল নথিগুলি সত্যিই ছিল| পরিষ্কারভাবে নথিগুলিতে লেখা রয়েছে যে, পিএমও সমান্তরালভাবে দরদাম চালিয়ে যাচ্ছিল|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘রাফাল নথি চুরি হওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত| একইসঙ্গে সমান্তরাল দরদামের জন্য পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত| অনিল আম্বানিকে সুবিধা দিতেই কি দরদাম? পিএমও-র ভূমিকাও খতিয়ে দেখতে হবে|’

এদিনের সাংবাদিক বৈঠকে রাফাল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতির কথায়, ‘এ বিষয়ে (বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রমাণ) আমি বিশেষ কিছু বলতে চাই না| তবে, শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারের কেউ কেউ এই ইস্যু উত্থাপণ করেছেন| তাঁরা বলছেন, আমরা আঘাত পেয়েছি| তাই কি ঘটেছিল দয়া করে আমাদের জানান|’

প্রসঙ্গত, বুধবার ছিল রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি| সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানায়, প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, যেহেতু চুরি যাওয়া নথিকেই বিরোধীরা প্রামাণ্য দলিল হিসেবে পেশ করেছে, তাই অবিলম্বে এই আবেদন খারিজ করা হোক| কেন্দ্রের এই স্বীকারোক্তির পর রাফাল মামলা নতুন মোড় নিল| আগামী ১৪ মার্চ ফের শুনানি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *