মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : অল্প রানের পুঁজি নিয়েও ইংল্যান্ড শিবিরে পালটা হামলা চালাল ভারতের প্রমিলা বিগ্রেড৷ মুলত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী মেজাজের সামনে অসহায় আত্মসমর্পণ ব্রিটিশ ব্যাটিং লাইনআপের৷আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে লড়াই ছিল ভারতের মেয়েদের৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪৯.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ৪১ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে৷ লো স্কোরিং ম্যাচে ৬৬ রানের দুরন্ত জয় তুলে সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল৷প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য টুর্নামেন্ট থেকে দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিটকে গিয়ে তাঁর অভাব স্পষ্ট টের পায় ভারত৷
শুরুটা মন্দ না হলেও হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয় ভারত৷ শুরুতে জেমিমা রডরিগেজ, মাঝে মিতালি রাজ ও লোয়ার অর্ডারে ঝুলন গোস্বামীর মিলিত প্রচেষ্টায় কোনও রকমে দু’শোর গণ্ডি টপকাতে সক্ষম হয় ভারতীয় দল৷ ৪৯.৪ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২০২ রানে৷হরমনপ্রীতের জায়গায় দলে ঢোকা হারলিন দেওল মাত্র ২ রান করে আউট হন৷ খাতা খুলতে পারেননি মোনা মেশরাম৷ মিতালি রাজ ৪৪ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন৷ তানিয়া ভাটিয়া (২৫), শিখা পান্ডে (১১) ও একতা বিস্ট (০) রান আউট হয়ে ক্রিজ ছাড়েন৷ ঝুলন গোস্বামী ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩০ রান করেন৷ ইংল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন জর্জিয়া এলউইস, নাতালি শভার ও সোফি একলেসস্টোন৷ একটি উইকেট নিয়েছেন অ্যানা শ্রুবসোল৷ জয়ের জন্য ৫০ ওভারে ইংল্যান্ড ২০৩ রানের টার্গেট নিয়ে নামলেও ৪১ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস৷