নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ায়। ঘটনার বিবরণে জানা গেছে, রাহুল গোপ নামের এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ আজ উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিজের ঘরেই রাহুল গোপের মৃতদেহ ঝুলছিল। প্রাথমিক তদন্ত করে রাহুলের মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের কাছে আরও জানা গেছে, তাঁরা এ ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলা রুজু করেছেন। কী কারণে একটি তরতাজা যুবকের অকালে প্রাণ চলে গেল সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তবে তাঁরা রাহুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, যুবক রাহুলের মৃত্যু নিয়ে এলাকার অনেকে সন্দেহ প্রকাশ করছেন। অন্যদিকে এ ঘটনায় রাহলের মৃত্যুতে শোকাহত।