নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রে যৌথ উদ্যোগে বুধবার এক বিক্ষোাভ মিছিল সংগঠিত কর হয়েছে শহর আগরতলায়৷ মেলারমাঠের যুব ভবনের সামনে থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেনস্থিত শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে৷ পরে সেখান থেকে সংগঠনগুলির এক প্রতিনিধিদল শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়৷

ডেপুটেশনের মূলক বিষয় হচ্ছে, রাজ্য সরকার সম্প্রতি এক নির্দেশে আগামী ২৪ ফেব্রুয়ারী যে টেট পরীক্ষা নেওয়ার কথা ছিল তা স্থগিত ঘোষণা করা হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ দেখিয়েছে বামপন্থী যুব সংগঠনগুলি৷ সংগঠনের দাবী অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে টেট পরীক্ষা গ্রহণ করা হোক৷