মুজাফফরনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুজাফফরনগরে মাদ্রাসার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হল কমপক্ষে ১৪টি শিশু| আহত ১৪টি শিশুর মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| বাকি ৪টি শিশুর আঘাত সামান্য| কমবেশি আহত অবস্থায় ১৪টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুজাফফরনগর জেলার কোতয়ালি থানার অন্তর্গত শুরু গ্রামে|
কোতয়ালি থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আচমকাই মাদ্রাসায় বিদ্যুৎ চলে যায়| সেই সময় অন্ধকার কাটাতে মাদ্রাসার ভিতরে মোমবাতি জ্বালানো হয়| একটি রেফ্রিজারেটরের কাছে মোমবাতি জ্বলছিল| হঠাত্ই রেফ্রিজারেটরে আগুন ধরে যায়| মুহূর্তের মধ্যেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে| আগুন-আতঙ্কে হুড়োমুড়ি শুরু করে দেয় মাদ্রাসার শিশুরা| আতঙ্কে ছোটাছুটি করার সময় আহত হয়েছে ১৪টি শিশু| পুলিশ সূত্রের খবর, বেশ কিছুক্ষণের চেষ্টায় নিভিয়ে ফেলা হয় আগুন| আহত শিশুদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|