আগরতলা, ৪ ফেব্রুয়ারি, (হি.স.) : নেশা কারবারিদের তাণ্ডবে একপ্রকার অতিষ্ঠ হয়ে গোর্খাবস্তি সংলগ্ন এলাকার সাধারণ মানুষ রবিবার এনসি থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে এনসি থানার সাব ইন্সপেক্টর দীপাঞ্জন মজুমদার এবং সাব ইন্সপেক্টর সঞ্জীব দেববর্মার নেতৃত্বে পুলিশের এক বিশাল দল গোর্খাবস্তি এলাকায় হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। ধৃতদের কৌশিক দেববর্মা, রোহিত দেবনাথ, দীপঙ্কর রায় এবং সুব্রত বিশ্বাস বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালতে আবেদন জানিয়ে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে।এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন এই সব নেশা কারবারিরা নেহরু কমপ্লেক্স এলাকায় উৎপাত করছিল। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এলাকা নেশা কারবারিদের কবজায় চলে যেত। নেশায় বুঁদ হয়ে তাণ্ডব সৃষ্টি করত তারা। পুলিশও নীরব ছিল। কিন্তু রবিবার সন্ধ্যায় একপ্রকার অতিষ্ঠ হয়ে উত্তেজিত আমজনতা এনসিসি থানায় গিয়ে হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।