নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷রাতের শহর সম্পূর্ণভাবে নিরাপত্তা বিহীন হয়ে পড়ে। রাতে শহর ছিনতাইবাজদের কবজায় চলে যায়। এমন দৃশ্য দেখা গেছে আমতলি বাজারে। রবিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়েন এক ব্যক্তি। জানা গেছে, ১০ থেকে ১২ ছিনতাইবাজের এক দল গত রাতে শংকর ঘোষ (৩৮) নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ-সহ বেশ কিছু সামগ্রী ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুধু তা-ই নয়, ছিনতাইবাজরা শংকর বাবুকে প্রচণ্ড মারধরও করেছে। বর্তমানে তাঁর জিবি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ে আমতলী বাজারের সামনে ১০ থেকে ১২ জনের ছিনতাইবাজ শংকরবাবুর পথে আটকায়। কিছু বোঝার আগেই ছিনতাইবাজরা শংকর বাবুর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারতে থাকে। এতে গুরুতর আহত হন শংকর ঘোষ। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি পুলিশকে জানিয়েছেন, ছিনতাইবাজাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। একজনের নাম বিপ্লব এবং অপরজন সুরজিৎ। তিনি তাদেরকে গ্রেফতার করতে পুলিশের কাছে আর্জি জানিয়ে বলেছেন, তাদের ধরলে বাকিদের নামও জানা যাবে। পুলিশ ছিনতাইবাজদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।