প্রিয়াঙ্কা দায়িত্ব নিতে সক্ষম কি না, তা দেশবাসীই বিচার করবে : জেডি (ইউ) সহ-সভাপতি

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়োগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| তিনি উত্তর প্রদেশ পূর্বের দায়িত্ব সামলাবেন| লোকসভা ভোটের আগে এমনই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলের বোন প্রিয়াঙ্কাকে| উত্তর প্রদেশ পূর্বে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী ভদরার নিয়োগ প্রসঙ্গে জনতা দল (ইউনাইটেড)-এর সহ-সভাপতি প্রশান্ত কিশোর জানিয়েছেন, ‘যদি আমরা মনে করি, যে কোনও ব্যক্তি তিনি প্রিয়াঙ্কা অথবা অন্য কেউ হতে পারেন, সীমিত সময়ের মধ্যে দেশের সবচেয়ে প্রাচীনতম দলে বড়সড় পরিবর্তন ঘটাতে পারবেন, তা ন্যায্য হবে না| তাঁকে অন্তত দুই-তিন বছর সময় দেওয়া উচিত…প্রিয়াঙ্কা দায়িত্ব নিতে সক্ষম কি না, তা দেশের মানুষই বিচার করবেন|’


আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে জেডি (ইউ) সহ-সভাপতি প্রশান্ত কিশোর বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে মূলত বিজেপি বনাম মহাজোটের মধ্যেই লড়াই হবে| কারণ কংগ্রেস এখন শক্তিশালী বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরতে পারেনি| বুধবার রাহুল গান্ধীর আমেঠি সফরের প্রথম দিন সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র পক্ষ থেকে ঘোষণা করা হয়, কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে| তিনি পূর্ব উত্তর প্রদেশ সামলাবেন| এই ঘোষণা হতেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা|