BRAKING NEWS

তাঁবুতে বাস করছেন ভগবান রাম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর চাইলেন বিজেপি সাংসদ

অযোধ্যা, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে উত্তর প্রদেশ-সহ গোটা উত্তর ভারত| মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশের মানুষজন| এমতাবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভগবান রামের জন্য ঘর চাইলেন উত্তর প্রদেশের ঘোসির বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদের কথায়, ভগবান রাম এখন তাঁবুতে বাস করছেন| আর তাই ভগবান রামের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর চেয়ে অযোধ্যার জেলা ম্যজিস্ট্রেট (ডিএম)-কে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার|
ডিএম-কে লেখা চিঠিতে বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার উল্লেখ করেছেন, ‘গৃহহীনদের আশ্রয় প্রদান করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য এবং দায়িত্ব| তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ভগবান রামের জন্যও একটি ঘর প্রদান করা হোক| কারণ, ভগবান রাম এখন তাঁবুতে বাস করছেন|’ প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় একটি অস্থায়ী রামমন্দির তৈরি করা হয়| সেই মন্দিরে ভগবান রাম এবং তাঁর তিন ভাইয়ের মূর্তি রয়েছে| ঠাণ্ডার সময় অস্থায়ী রাম মন্দিরটিতে একটি ব্লোয়ার বসানো হয়| ভগবান রামের শিশুরূপকে ঠাণ্ডা থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়| এবার ভগবান রামের জন্য ঘর চাইলেন উত্তর প্রদেশের ঘোসির বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *