নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১২ ডিসেম্বর৷৷ অবৈধ ভাবে বনের গাছ কেটে পাচারকালে গাড়ি সহ আটক করা হয়েছে৷ সেই গাড়ি ছাড়িয়ে নেওয়ার দাবীতে কলমচৌড়ায় পথ অবরোধের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বুধবার দুপুরে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ কলমচৌড়া গ্রামের লোকজন বক্সনগর- আগরতলা রাস্তা অবরোধ করেন৷ প্রায় চার ঘন্টা যাবৎ চলে অবরোধ৷ তাতে রোগীর গাড়ি, অফিস আদালতের কর্মচারী সহ যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ সড়ক
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়ার ডেপুটি কালেক্টর অরুণ দত্ত এবং কলমচৌড়া থানার পুলিশ৷
ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছল কলমচৌড়া বিট এলাকা থেকে প্রায় সময় গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা৷ সেই মোতাবেক বন দপ্তরের কর্মীরা দক্ষিণ কলমচৌড়ার লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় টিআর-০৭-১৮০০ এবং টিআর০১-ইউ-১৭৬৬ নম্বরের দুটি গাড়ি আটক করে৷ বক্সনগরের বন দপ্তরের আধিকারীকরা গাড়িটি বিট অফিসে নিয়ে যায়৷
এদিকে, গাড়িদুটি ছেড়ে দেবার জন্য রাস্তা অবরোধ করেন স্থানীয় জনগণ৷ বনদুস্যুদের পক্ষে এলাকার জনগণের এমন আচরণে বন দপ্তরের কর্মীরা রীতিমতো বিস্মিত৷ মুহুর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশ ও ডিসি’র সাথে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷ কিন্তু, অবৈধভাবে বনজ সম্পদ কেটে নেওয়া এবং পাচার করার বিরুদ্ধে যেমন অভিযান জারী থাকবে তেমনি বনদস্যুদের হয়ে যারা দপ্তরের কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিসি৷
2018-12-13

