হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : কংগ্রেসের সঙ্গে তেলেগু দেশম পার্টির(টিডিপি) আদর্শগত কোনও ফারাক নেই। বৃহস্পতিবার এমনই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
এদিন তিনি বলেন, রাজনৈতিক ভাবে আমাদের পার্থক্য রয়েছে। শুরু থেকেই কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি আমরা। কিন্তু আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও ফারাক নেই। কিন্তু বিজেপি আমাদের আদর্শের পরিপন্থী। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা জরুরি হয়ে পড়েছে। বিজেপির হাত থেকে সংবিধান ও অন্যান্য সংস্থাগুলিকে বাঁচানো জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে এন চন্দ্রবাবু নাইডু বলেন, প্রধানমন্ত্রী দেশকে হতাশ করেছেন। জনগণ তাঁকে বিশ্বাস করেছিল। তাঁর প্রতি আস্থাও ছিল। কিন্তু তিনি দেশবাসীকে হতাশ করেছেন। সবাই ভয় ও চিন্তায় রয়েছেন। যা দেশের জন্য খুবই খারাপ। সিবিআই, ইডি, আয়কর দফতর অপব্যবহার করা হয়েছে।
উল্লেখনীয়, তেলেঙ্গানায় তেলেগু দেশম পার্টি, সিপিআই, জন সমিতির সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে কংগ্রেস। আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছেন তেলেঙ্গানায়।