নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): গত অক্টোবর মাসে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল অথবা ডিজেল কেনার সময় চোখে জল চলে আসছিল সাধারণ
মানুষের। কিন্তু, চলতি মাসে ধারাবাহিকভাবে স্বস্তি পাচ্ছেন আমজনতা। বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। বৃহস্পতিবার ফের সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বৃহস্পতিবার এক ধাক্কায় ৩৩ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.২৪ টাকা। ডিজেল আরও ৩৬ পয়সা নেমে হয়েছে ৬৯.৯৮ টাকা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ৩৩ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৩.২৪ টাকা প্রতি লিটার এবং ৩৬ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৮.১৩ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ৩২ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ৩৮ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৮.৮০ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭১.৩৩ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, জ্বালানি তেলের দর লাগাতার কমতে থাকায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।