জম্মু ও কাশ্মীরে শুরু হল চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন, কড়া নিরাপত্তা উপত্যকা জুড়ে

জম্মু ও শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.): সন্ত্রাস-বিদ্ধ জম্মু ও কাশ্মীরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার পঞ্চায়েত ভোট মিটেছে শান্তিতে এবং নির্বিঘ্নেই| কাশ্মীর উপত্যকা জুড়ে দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাসবাদী হামলা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোট| ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনের মতো চতুর্থ দফার নির্বাচনও ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন|
মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের মাওয়ের, কালামাবাদ, বান্দিপোরা, বিজহামা, সিংপোড়া, পুলওয়ামা, আরিপাল, শোপিয়ান, কুন্দ, আচাবাল এবং কাজিগুন্দ-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ন’দফায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন| ইতিমধ্যেই গত ১৭ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| গত ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনও শান্তিতে মিটেছে| তৃতীয় দফার নির্বাচন হয়েছে ২৪ নভেম্বর| মঙ্গলবার হবে চতুর্থ দফার নির্বাচন। বাকি দফার নির্বাচন হবে, যথাক্রমে ২৯ নভেম্বর এবং ১, ৪, ৮ এবং ১১ ডিসেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *