লোক আনা সম্ভব নয়, হচ্ছে না সমাবেশ ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ আগামী ২৫ ও ২৬ নভেম্বর টাউন হলে হবে সিপিএম রাজ্য সম্মেলন৷ এবারের সম্মেলন উপলক্ষে থাকছে না কোন প্রকাশ্য সমাবেশ৷ রবিবার আগরতলায় সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে৷ তিনি প্রকাশ্য সমাবেশ না করার পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিকে৷ তিনি অভিযোগের সুরে বলেন, প্রকাশ্য সমাবেশে লোক আনা সম্ভব হবে না৷ নানান জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং আগামীদিনেও তা করা হবে৷
রবিবার সিপিএম রাজ্য কমিটির একদিনের বৈঠক মেলারমাঠস্থিত দলের রাজ্য কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে যেসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলির কথা সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিতে গিয়ে বিজনবাবু বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে৷ শান্তিরবাজার, বিশালগড় সহ নানা জায়গায় সিপিএমের কর্মসূচীতে যেভাবে গেরুয়া বাহিনী হামলা আক্রমণ সংগঠিত করছে থাতে রাজ্যে আইনের শাসন নেই বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকট রয়েছে৷ সেগুলি দূর করার ব্যাপারে রাজ্য সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ রাজ্য কমিটি আগামীদিনে এই বিষয়ে আন্দোলন সংগঠিত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ তাছাড়া বিজন ধর সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করেন, বিভিন্ন কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থায় নির্বাচিত প্রতিনিধি ও সদস্যদের চাপ দেওয়া হচ্ছে পদত্যাগ করার জন্য৷ ফ্যাসিস্টসুলভ আচরণ করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ তাঁর অভিযোগ, শাসক দলের কিছু নেতা কর্মী সরকারী টাকা লুঠ করার জন্য এসব কাজ করছে৷ আসন্ন রাজ্য সম্মেলন উপলক্ষে সিপিএম রাজ্য সম্পাদক জানান ২৫ ও ২৬ নভেম্বর রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত ও সদস্য বৃন্দা কারাতকে৷ তিনশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিজন ধর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *