উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠল রোনাল্ডোহীন পর্তুগাল

মিলান, ১৮ নভেম্বর (হি.স.) : উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিল পর্তুগাল৷ রোনাল্ডোহীন দল হলেও, তবু চিন্তার ভাঁজ নেই কপালে৷ গ্রুপের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট ছিনিয়ে নিয়ে তারা সেমিফাইনাল পাকা করে ফেলল৷ ইতালির বিরুদ্ধে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করল ফার্নান্ডো স্যান্টোসের ছেলেরা৷ জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি নিয়ে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন সিআর সেভেন৷
অন্যদিকে দেশের জার্সিতে ইতালির ডিফেন্ডার চিয়েলিনি’র এদিন ছিল শততম ম্যাচ৷ ইতালির সপ্তম ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন চিয়েলিনি৷ কাকতালীয় ভাবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ঠিক চোদ্দ বছর পর শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন ইতালির অভিজ্ঞ এই ডিফেন্ডার৷ চিয়েলিনির মাইলস্টোন ম্যাচ অবশ্য তাঁর সতীর্থরা স্মরণীয় করে রাখতে পারল না৷ সান সিরোতে গোলশূন্য ড্র করায় নেশনস লিগ থেকে ছিটকে গেল ইতালি৷
চার ম্যাচে ইতালির পয়েন্ট ৫, তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রোনাল্ডোহীন পর্তুগাল৷ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট তুলতে পেয়েছে গ্রুপের অন্য দল পোল্যান্ড৷ ২১ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি পর্তুগাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *