নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ নভেম্বর৷৷ নেশাগ্রস্ত লরি চালকের উন্মাদনায় অল্পেতে রক্ষা পেল এক বাইক আরোহী৷ ঘটনা আসাম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলী এলাকায়৷ গতকাল রাত এগারটা নাগাদ কাঁঠালতলী ট্রাই জংশনে টির০২-বি-৫৬২২ নম্বরের সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর আলম৷ তখন আসাম সীমান্ত থেকে ত্রিপুরার অভিমুখে আসা এস-০১-এফসি-৯২২৯ নম্বরের দ্রুতগামী একটি বারো চাকার লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ত্রিপুরার দিকে পালিয়ে আসে৷ পরে পুলিশ ও উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে চালককে মারধর করতে থাকে৷ তখন ত্রিপুরার জনগণ উত্তেজিত হয় কাঁঠালতলী মানুষের উপর৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কদমতলা ও কাঁঠালতলী থানার পুলিশ৷ দুরাজ্যের উত্তেজিত জনগণকে সামাল দিতে হিমশিম খায় দুরাজ্যের পুলিশ প্রশাসন৷ এক সময় চরম উত্তেজনায় আসাম পুলিশ কেও মারধোর করে উত্তেজিত জনতা৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক নয় তবুও অধিক রাত পর্যন্ত দুরাজ্যের উত্তেজিত জনতাকে নিয়ে হিমশিম খায় পুলিশ৷ অবশ্য কদমতলা থানার বড়বাবু পার্থ চক্রবর্তী সম্পূর্ণ ঘটনা শান্ত করেন এবং আয়ত্তে আনেন৷ নেশাগ্রস্ত চালককে কদমতলা থানায় নিয়ে আসা হয়৷ পরে কদমতলা থানার পুলিশ অসমের কাঁঠালতলী ওয়াচ পোস্ট পুলিশের হাতে তুলে দেয় লরি চালককে৷ অপরদিকে চালকের বিরুদ্ধে একটি মামলাও হাতে নিয়ে তদন্তে নেমেছে কাঁঠালতলী ওয়াচ পোস্টের পুলিশ৷
2018-11-18