![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/TruptiDesai-300x167.jpg)
প্রসঙ্গত, নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ত্রুপ্তি দেশাই| যদিও, কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রুপ্তিকে কিছুই জানানো হয়নি| শুক্রবার কোচি রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রুপ্তি জানিয়েছেন, ‘প্রতিবাদ কখনই হিংসায় পরিণত হওয়া উচিৎ নয়। কেরল সরকার আমাদের নিরাপত্তা না দিলেও, আমার শবরীমালা মন্দিরে অবশ্যই যাবো। আমাকে হয়তো আক্রমণ করা হতে পারে। এযাবৎ বহু প্রাণনাশের হুমকিও পেয়েছি আমি।’
উল্লেখ্য, কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সি মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনিতেই বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ঋতুমতী মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি। এমতাবস্থায় শনিবার, ১৭ নভেম্বর পুনরায় খুলছে ভগবান আয়াপ্পার মন্দির| মাদালা-মক্করভিলাক্কু পুজো উপলক্ষ্যে দু’মাসের জন্য খুলছে শবরীমালা মন্দিরের দরজা। ওই দিনই শবরীমালা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই।