![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/10/murder-300x226.png)
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বুধবার রাতে বসন্ত কুঞ্জ এলাকায় অবস্থিত বাড়ি থেকে উদ্ধার হয় ৫৩ বছর বয়সি ফ্যাশন ডিজাইনার এবং তাঁর ৫০ বছর বয়সি পরিচারকের দেহ। মৃতদের নাম হল, ফ্যাশন ডিজাইনার মালা লাখানি (৫৩) এবং তাঁর পরিচারক বাহাদুর (৫০)। জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে হত্যা করা হল ফ্যাশন ডিজাইনার এবং তাঁর পরিচারককে, তা ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের।