BRAKING NEWS

মহম্মদ শামিকে আদালতে হাজিরার নির্দেশ

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স): বধু নির্যাতন মামলায় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ১৪ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারক৷ আলিপুর আদালতের বিচারক এদিন জানান, মহম্মদ শামিকে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি কোনওভাবেই আসেননি৷ এদিন তাঁর আদালতে হাজিরার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ ১৪ জানুয়ারির মধ্যে তাঁকে আদালতে আসতে হবে ৷ তিনি আদালতে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে আইনজীবী মহলের ধারনা ৷

স্ত্রী হাসিন জাহান ও তাঁর সন্তানের জন্য মহম্মদ শামির থেকে খোরপোষ বাবদ টাকা চেয়েছিলেন৷ আদালত সেই টাকা কতটা দিতে হবে তা জানিয়ে দেয়৷ এরপরেও শামির চেক বাউন্স করে৷ আর তা নিয়ে ফের আদালতে যান হাসিন৷ এবার তারও জবাবদিহি চাইল আদালত৷

মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ৷ পরে দু’জনের কথোপকথনের অডিও ক্লিপ শোনেন কলকাতা পুলিশ৷ অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি শামির বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান৷ হাসিন জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ আলিপুর আদালতে শামির বিরুদ্ধে মামলা শুরু হয়৷

শামি ও তাঁর পরিবারের ৪জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷ কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রবীণ ত্রিপাঠীর কাছে নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন শামির স্ত্রী হাসিন জাহান৷

শামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর হাসিন ও মেয়েকে টাকা বন্ধ করে দেন ভারতীয় দলের এই পেসার ৷ এমনি হাসিনকে দেওয়া শামির অগ্রিম চেকও বাউন্স করে ৷ এ নিয়েও বুধবার শামির আইনজীবীকে বিচারক জানান, চেক বাউন্স হওয়া অপরাধ৷ শামির আদালতকে এড়িয়ে চলার বিষয়টিও ভালো চোখে দেখছেন না বিচারক৷

এদিন হাসিন জাহান বলেন,সেলিব্রিটি হওয়ার সুবাদে সবরকমের ফায়দা তুলছেন তিনি ৷ তাঁর আরও অভিযোগ তাঁর সেলিব্রিটি বন্ধুরাও তাঁকে সবভাবে বাঁচানোর চেষ্টা করছেন ৷ বেশ কয়েকটা দিন স্বস্ত্বিতে থাকার পর ফের বিপাকে মহম্মদ শামি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *