নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : রাজস্থানে আবারও ফুটবে পদ্ম। সোমবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজস্থানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বিজেপির বিরুদ্ধে বইছে রাজনৈতিক মহলের এমন জল্পনাকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, রাজ্যের বিজেপির পক্ষেই স্রোত বইছে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1-300x225.jpg)
উল্লেখনীয়, রবিবার ১৩১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে হবে বিধানসভা নির্বাচন।