রায়পুর, ১২ নভেম্বর (হি.স.): নির্বাচনের দিনও অশান্ত ছত্তিশগড়| ভোটের দিনই নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই উত্তপ্ত হল ছত্তিশগড়ের বিজাপুর| সোমবার দুপুর ১২.২০ মিনিট থেকে বিজাপুরের পামেদ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই| শেষ পাওয়া খবর অনুযায়ী, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন দু’জন কোবরা জওয়ান|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার দুপুর ১২.২০ মিনিট থেকে বিজাপুরের পামেদ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই| মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন দু’জন কোবরা জওয়ান| আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে|