মুম্বই, ৯ নভেম্বর (হি. স.): রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে উঠল মালগাড়ির দু’টি কামরা। আগুনের লেলিহান শিখায় মালগাড়ির দু’টি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনও খবর নেই। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০.৩৫ মিনিট নাগাদ মুম্বই ডিভিশনের দাহানু রোড স্টেশনের সন্নিকটে মালগাড়ির দু’টি বগিতে আগুন ধরে যায়। কিভাবে আগুন লাগল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পিআরও আরও জানিয়েছেন, মালগাড়িতে অগ্নিকাণ্ডের জেরে মুম্বই অভিমুখে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর, গভীর রাত ১.৩৫ মিনিট ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে, ডাউন লাইনে অত্যন্ত ধীর গতিতে ট্রেন চলাচল করে। পাশাপাশি বাতিল করা হয় ১৯টি ট্রেন এবং ১০টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়। কি কারণে আগুন লাগল মালগাড়ির দু’টি কামরায়, তা আপাতত তদন্ত করে দেখা হচ্ছে।