ঢাকা, ৮ নভেম্বর (হি.স) : জাতীয় নির্বাচনের ঘণ্টা বেজে গেল বাংলাদেশে৷ আগামী ২৩ ডিসেম্বর হবে দেশের জাতীয় নির্বাচন৷ একাদশ তম নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে সিইসির এই ঘোষণা করেন৷
প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োগ করা হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। মনোনয়নপত্র দাখিলের শেষ ১৯ নভেম্বর। মনোনয়ন বাছাইয়ের শেষ আগামী ২২ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
নির্বাচনে সব রাজনৈতিক দলকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার৷ মূল লড়াই ক্ষমতাসীন আওয়ামী লিগ বনাম বিরোধী বিএনপি ও তাদের সঙ্গে মিলিত মঞ্চ তৈরি করা গণফোরামের জাতীয় ঐক্য জোটের৷ আছে অন্যতম দল জাতীয় পার্টি(এরশাদ)৷ গত দশম জাতীয় নির্বাচন বয়কট করেছিলে বিএনপি৷ ফলে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি৷