নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : উন্নয়ন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান
কংগ্রেস নেতা পি চিদম্বরম। বিগত পাঁচ বছরে উন্নয়নের কোনও লক্ষ্যই পূরণ করতে পারেনি বিজেপি সরকার বলে দাবি করেছেন তিনি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/P-Chidambaram-214x300.jpg)
সোমবার সকালে ট্যুইটারে পি চিদম্বরম লেখেন, ‘উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রত্যেক নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিগত পাঁচ বছর আগে দিয়েছিল। কিন্তু পাঁচ বছর পর কোনও লক্ষ্যই পূরণ হয়নি। বৃহদ মন্দির, সুউচ্চ মূর্তি এবং পুতুল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, সম্প্রতি গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির মূর্তির। আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়েছে চিদম্বরম।
উল্লেখনীয়, সামনেই লোকসভা নির্বাচনে তার আগে বিজেপিকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছেন পি চিদম্বরম।