![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/08/Ravi-shankar-prasad-asia-me-644x362-300x169.jpg)
রবিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে বলেছিলেন, ‘হিটলার জার্মানিকে যা করেছিল। ভারতের ক্ষেত্রেও সেই একই কাজ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে স্বৈরাচারী শাসন ব্যবসা বলবৎ করতে চাইছেন তিনি। সংবিধানকে ধ্বংস করতে চাইছে বিজেপি।’ সোমবার পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মল্লিকার্জুন খাড়গের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতার থেকে এমন ধরণে মন্তব্য শুনে আমি বিস্মিত। মোদীজি নয়, ইন্দিরা গান্ধী দেশকে হিটলারের মতো শাসন করেছিল। নির্দিষ্ট একটি পরিবারের অনুমতি ছাড়া এক পাও এগোন না মল্লিকার্জুন খাড়গে।’