অসমের বন্ধের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ নভেম্বর৷৷ আসামের তিনসুকিয়ায় বাঙালী হত্যার প্রতিবাদে সমগ্র বরাকভ্যালীতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে৷

অসমের বন্ধের ফলে চুড়াইবাড়িতে গাড়ির দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷

করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলায় বন্ধ সর্বাত্মক সফল হয়েছে৷ গ্রেপ্তার হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস৷ কংগ্রেসসহ রাজনৈতিক বিভিন্ন সংগঠন বাঙালী হতার প্রতিবাদে রাস্তায় নেমেছে৷ এদিকে, আসাম-আগরতলা জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ৷ শিলচর থেকে আগরতলাগামী ট্রেন বন্ধের ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন৷ চিকিৎসাজনিত কারণে ত্রিপুরার লোকজনরা আসামের মাকুন্দা বা শিলচরে যাবার উদ্দেশ্যে রওয়ানা দিলেও বন্ধের ফলে রাস্তায় আটকা পড়েছেন৷ সুকল, কলেজ, দোকানপাট সবকিছুই বন্ধ ছিল বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকায়৷ আসাম ত্রিপুরা উভয় সীমান্তেই পণ্যবাহী লরি ঠাঁয় দাঁড়িয়ে আছে৷ আসাম বন্ধের ফলে পুরোপুরি পড়েছে ত্রিপুরা সীমান্তেও৷ সকাল থেকে রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি গেইট ছিল একেবারে শুনশান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *