যোধপুর, ১ নভেম্বর (হি.স.) : স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর প্যারোলের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল জোধপুর জেলা প্যারোল কমিটি। ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত হয়ে বর্তমানে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন আশারাম বাবু।
২০ দিনের প্যারোলের মুক্তির দাবিতে জেলা প্যারোল কমিটির কাছে আর্জি জানিয়েছিল স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল যোধপুর জেলা প্যারোল কমিটি। ২০১৩ সালের আগস্টে যোধপুরের মানাই গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আশারাম বাপুর বিরুদ্ধে। পরে এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। ভারতীয় দণ্ডবিধির আরও যেসব ধারায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলি হল ৩৭০(৪)পাচার, ৩৪২, ৩৫৪এ, ৩৭৬(ধর্ষণ), ৫০৬, ১০৯, ১২০বি। এছাড়াও পকসো ধারায় দোষীসাব্যস্ত হয়েছেন তিনি।
আশারাম বাপুর ভাইপো দাবি করেছেন ইতিমধ্যেই পাঁচ বছর জেলে কাটিয়ে ফেলেছেন। তাই তিনি প্যারোল পাওয়ার যোগ্য।