ক্যালিফোর্নিয়া, ৩০ অক্টোবর (হি.স.) : ক্যালিফোর্নিয়ার জোশেমাইট ন্যাশনাল পার্কে ৮০০ ফুট ওপর থেকে পড়ে গিয়ে মারা গেলেন ভারতীয় দম্পতি।
ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর । সোমবার তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতদের নাম বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষী মূর্তি (৩০)।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT-300x225.jpg)
জোশেমাইট ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্টের ঠিক পাশেই ৮০০ ফুট গভীর খাদ। তারই কিনারায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন ওই ভারতীয় দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছিলেন দু’জনে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান দু’জনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর খাদে পড়ে গেছেন ওই দম্পতি। ঘটনাটা ২৪ অক্টোবরের। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের তল্লাশি অভিযানের পরদিনই উদ্ধার হয় ওই দম্পতির দেহ। ২৯ অক্টোবর তাঁদের দেহ সনাক্ত করেন পরিবারের লোকজনেরা।
কেরলের বাসিন্দা বিষ্ণু পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সস্ত্রীক নিউইয়র্কে থাকতেন বিষ্ণু। সম্প্রতি সিস্কোতে সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি পেযেছিলেন বিষ্ণু। জোশেমাইট ন্য়াশনাল পার্কে স্ত্রীকে নিযে ঘুরতে গেছিলেন বিষ্ণু। খাদের কিনারায় দাঁড়িয়ে ছবিও তুলেছেন তাঁরা। পার্কের এক আধিকারিক জেমি রিচার্ডস বলেছেন, “ঘটনাটা দুর্ভাগ্যজনক। আমরা এখনও বুঝতে পারছিনা কী ভাবে এমনটা ঘটল। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ”