নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ এডহক ভিত্তিতে নিযুক্ত ১০৩২৩ শিক্ষকদের মেয়াদ বৃদ্ধির মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে৷ আগামী ১ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’র নেতৃত্বে বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি এক এম জোসেফকে নিয়ে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি হবে৷ বহুল চর্চিত শিক্ষক মামলাটি হঠাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ায় রাজ্য জুড়ে এনিয়ে জোড় আলোচনা শুরু হয়েছে৷ ধারণা করা হচ্ছে, আগামী ১ নভেম্বরই হয়তো ওই মামলা ফয়সালা হয়ে যাবে৷
গত ২৪ অক্টোবর ওই মামলায় শুনানি হয়েছে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন৷ পাশাপাশি, বেশ কিছু বিষয়ে জবাব দিতে বলেছিলেন৷ ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল৷
সূত্রের খবর, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত প্রশ্ণের জবাব তৈরি করেছে৷ শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমারের সাথে দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমাও দিল্লি যাচ্ছেন৷ সূত্রের দাবি, রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরা হবে৷ পাশাপাশি, ককবরক সহ ইংরেজী এবং বাংলায় শিক্ষকের সংখ্যা কেমন রয়েছে তাও সুপ্রিম কোর্টকে অবগত করানো হবে৷ মূলত, রাজ্য সরকার চাইছে দুই বছরের জন্য এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা হোক৷ কারণ, এই সময়ের মধ্যে এনসিইআরটি’র গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিকাঠামো তৈরি হয়ে যাবে৷ সুপ্রিম কোর্টে আবারও রাজ্য জানাবে, ওই শিক্ষকদের বৃদ্ধি না হলে রাজ্যের সুকলগুলি পরিচালনায় সমস্যা হতে পারে৷