নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ অক্টোবর৷৷ কল্যাণপুর থানার অধীন শান্তিনগর এলাকায় বন্য হাতির তান্ডবে রীতিমতো অতিষ্ট হয়ে পড়েছেন জনগণ৷ রবিবার ভোরে আঠারমুড়া পাহাড় থেকে পাঁচ ছয়টি হাতি একজোট হয়ে নামে সমতলে৷ সমতল এলাকায় প্রায় পনের কানী ধান জমি তছনছ করে ফেলে৷ তাছানা চার কানি রাবার বাগানও নষ্ট করে দেয়৷ ভোরে বন্য হাতির তান্ডবে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসনে খোয়াই জেলার জেলা শাসক এবং বন দপ্তরের আধিকারীকরা৷ স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবী করেছেন যাতে পাহাড় থেকে যে পথ ধরে বন্য হাতির দল সমতলে নামে সেই পথে কাঁটাতারের বেড়া দেওয়ার৷ সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবী করেছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করার৷
2018-10-29