জাপানের বাণিজ্যিক রোবট প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ইয়ামানাশি, ২৮ অক্টোবর (হি.স.) : বাণিজ্যিক রোবট প্রস্তুতকারী সংস্থা এফএএনইউসি কোরপোরেশনের কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
১৩তম ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বর্তমান জাপানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক রোবট উৎপাদনকারী সংস্থা এফএএনইউসি কোরপোরেশনের কারখানা ঘুরে দেখেন। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ট্যুইটারে লিখেছেন, আধুনিক এবং উন্নততর প্রযুক্তির সহযোগিতাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে এদিন এফএএনইউসি কোরপোরেশনের কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোবোটিক্স ও অটোমেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এফএএনইউসি কোরপোরেশনের কারখানা পরিদর্শনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারত-জাপান জুটি ক্রমেই সফল হয়ে চলেছে। ভারতে আর্থিক ও প্রযুক্তিগত আধুনিকীকরণের ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হচ্ছে জাপান। এবং ভারতে অন্যতম প্রধান বিনিয়োগকারী হচ্ছে জাপান। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন এবং ফ্রেট করিডর থেকে প্রমাণিত দুই দেশ উচ্চস্তরে নিজের আর্থিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়াতে সহযোগিতাও করেছে জাপান। ভারতের ভবিষ্যৎ আর্থিক বৃদ্ধির প্রতি বিশ্বাসী। যা অনেক বেশি সুযোগ তৈরি করে দেবে। আন্তর্জাতিক মঞ্চে উৎভাবন এবং প্রযুক্তি উপর জাপানের অবদানকে প্রশংসা করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *