![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BG-LINE-300x200.jpg)
দক্ষিণ রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার মেনলাইন ইলেকট্রিক মাল্টিলপল ইউনিটের ট্রেনটি পালাক্কাড থেকে এর্নাকুলামের দিকে যাচ্ছিল। সেই সময় কালামাসসেরি স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যূত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হয়নি। এর্নাকুলাম থেকে ১৩ কিলোমিটার দূরে কালামাসসেরি স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যূত হয়ে পড়ে ট্রেনটি। ট্রেনের দুইটি চাকা লাইনচ্যূত হয়ে পড়ে।
ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা জানিয়েছেন প্রবল ঝাকুনি তারা অনুভব করে। লাইনচ্যূত হওয়ার কারণে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বিপর্যস্ত হয়। পালাক্কাড থেকে এর্নাকুলাম যাওয়া ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে। রেলের তরফে জানান হয়েছে লাইনচ্যূত হওয়ার খবর পাওয়া মাত্র রেলের আধিকারিকেরা ছুটে আসে। শুরু হয় রি-রেলিং-এর কাজ।