বিশালগড়ে গ্রেপ্তার কুখ্যাত ফেন্সি মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷  বড়মাপের এক ফেন্সিডিল কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সোনামুড়ায় বিল্লাল মিয়ার পর এবার ফেন্সি সম্রাট বলে এলাকায় পরিচিত রানা দত্ত পুলিশের জালে ধরা পড়েছে৷

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ স্থানীয় অফিসটিলা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সি সম্রাট রানা দক্তকে গ্রেপ্তার করেছে৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও মিহির লাল দাস৷ দীর্ঘদিন ধরে ধৃত ফেন্সি সম্রাট রানা দত্ত ফেন্সিডিলের ব্যবসার সাথে যুক্ত ছিল৷ সবকিছু জানা সত্বেও পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি৷ কেন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি এনিয়ে মানুষের মনে প্রশ্ণ উঠছে৷ এদিকে, জানা গেছে, ধৃত ফেন্সি সম্রাট রানা দত্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবদকালে ফেন্সি সম্রাট রানা দত্তের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ জানতে পেরেছে যারা নেশা কারবারের সাথে জড়িত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *