![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1-300x225.jpg)
প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাসের পৌরোহিত্যে চলমান বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, হিমন্তবিশ্ব শর্মা-সহ প্রায় সব মন্ত্ৰী, বিধায়ক, সব সাংসদ এবং বিজেপি-র উত্তরপূর্বের সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল প্রমুখ বেশ কয়েকজন শীর্ষ নেতা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আগামীকাল ২৩ অক্টোবরের অসম বনধ-প্রসঙ্গও এই বৈঠকে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।