![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT-1-300x171.jpg)
পুলিশ সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুমার সোনি জানিয়েছেন, ‘সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ পুণে-আহমেদনগর হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রাইভেট বাসটি| দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, পরে আরও তিনজনের মৃত্যু হয়| আহতদের পুণের এবং শিরুর-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে|’ কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও পর্যন্ত দু’জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-আমজাদ শেখ (৩৫) এবং প্রমোদ উত্তম (৩০)| উভয়ের বাড়ি ঔরাঙ্গাবাদে|