কুলগাম, ২১ অক্টোবর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লারো এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি। সূত্রের খবর ওই অঞ্চলের একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর।
গোপন সূত্র থেকে খবর পেয়ে রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লাররো এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকাটি ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখামাত্র গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ওই তিন জঙ্গি। সংঘর্ষে গুরুতরা আহত হয়েছে এক জওয়ান। ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখনীয় দুইদিন আগে বারামুলা জেলার খারহার এলাকায় পুলিশের গুলিতে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে দুইটি একে-৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, তিনটি গ্রেনেড, দুইটি চিনা পিস্তল ও আরও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।