নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : গঙ্গা দূষণ রোধ ও স্বচ্ছতার দাবিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন স্বামী গোপাল দাস। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনও রকমের চিকিৎসা পরিষেবা নিতে অস্বীকার করেছেন তিনি।
গঙ্গা দূষণ রোধের দাবিতে আইআইটির প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়াল অনশনরত অবস্থায় মৃত্যুর পর গত শুক্রবার থেকে হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশনে বসেন স্বামী গোপাল দাস। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হৃষীকেশ এইমস হাসপাতালে শুক্রবার গভীর রাতে ভর্তি করানো হয়। সেখানে রবিবার চিকিৎসা পরিষেবা নিতে অস্বীকার করেন তিনি। এদিন তিনি বলেন, প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়ালের দেখানোর পথ ধরেই গঙ্গা পরিচ্ছন্নতার দাবিতে আমি অনশন চালিয়ে নিয়ে যেতে চাই। শারীরিক দিক দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ।
উল্লেখনীয় গঙ্গার পরিচ্ছন্নতার দাবিতে ১১২দিন অনশন করার পর হৃষীকেশের এইমস হাসপাতালে ভর্তি করানো হয় আইআইটির প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়ালকে। সেখানে ১১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত জি ডি আগরওয়ালের দেখানো পথ ধরেই অনশনে বসেন মধ্য ৩০-র স্বামী গোপাল দাস। অলকানন্দা এবং মন্দাকিনি নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধের দাবিতে এবং গঙ্গা প্রটেকশন অ্যান্ড মেনেজমেন্ট বিল কার্যকরের দাবিতে এই অনশন চালিয়ে যাচ্ছেন স্বামী গোপাল দাস।