মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.) : সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে শনিবার রাতে মুম্বইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মডেল অভিনেত্রী কেট শর্মা। অভিযোগে কেট বলেছেন, গত ৬ আগস্ট তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন বলিউডের জনপ্রিয় চিত্রপরিচালক সুভাষ। কেট যখন সেখানে
পৌঁছান তখন তিনি দেখেন, সেখানে আরও পাঁচজন মানুষ রয়েছেন। কেটের অভিযোগ, তাঁদের সামনেই ৭৩ বছরের পরিচালক কেটকে বলেছিলেন মালিশ করে দিতে। অস্বস্তি হলেও তিনি সুভাষকে মালিশ করে দেন। এরপর যখন হাত ধুতে শৌচাগারে গিয়েছিলেন তখন তাঁর পেছনে সুভাষ সেখানে গিয়ে তাঁকে জোর করে জড়িয়ে ধরে চুম্বন করতে যান। তিনি বাধা দিলে সুভাষ কেটকে হুমকি দেন, তিনি তাঁর ছবিতে কেটকে সুযোগ দেবেন না যদি না কেট তাঁর সঙ্গে রাত কাটান।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/optim_86861_5ba806af152ab-300x300.jpg)
কেটের অভিযোগ নস্যাৎ করে জবাবে সুভাষ ঘাই টুইটে লিখেছেন, ‘আমি নিজেও মহিলাদের সম্মান করি এবং মি টু আন্দোলনের এক অন্যতম সমর্থক। কিন্তু নিজেদের নামযশের জন্য যেন কেউ এই আন্দোলনের অযথা অপব্যবহার না করে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে তো আমার খারাপ লাগবেই। আমার আইনজীবী পুরো ঘটনার জবাব দেবেন।’ সুভাষ আরও বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে সত্যতা ছাড়াই পুরনো দিনের গল্প তৈরি করে কাউকে মিথ্যা অভিযোগে ফাঁসানো এখন ফ্যাশন হয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে আনা এই সব অভিযোগই মিথ্যা।’ ভারসোভা থানার পুলিশ জানিয়েছে তারা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে।