নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ নিগম৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে নিগমের সিএমডি মহানন্দ দেববর্মা জানিয়েছেন, এ বছর দুর্গোৎসবে সারা রাজ্যে প্রতিদিন আনুমানিক ৩২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে৷ গত বছর দূর্গোৎসবে বিদ্যুতের চাহিদা ছিল প্রতিদিন ৩০৬.২ মেগাওয়াট৷ তাঁর দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় চাহিদার সাথে যোগানে কোনও ঘাটতি নেই৷
এদিন তিনি এক তথ্য তুলে ধরে জানিয়েছেন, সারা রাজ্যে প্রতিদিন ৩২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার পাশাপাশি বাংলাদেশকে ১৬০ মেগাওয়াট এবং মিজোরাম ও মণিপুরে ১০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে৷ ফলে, দুর্গোৎসবের সময়ে প্রতিদিন ৪৯৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজনীয়তা হবে৷ এক্ষেত্রে ওই সময়ে বিদ্যুতের সম্ভাব্য যোগানের তথ্যও দিয়েছেন তিনি৷ মহানন্দ দেববর্মার কথায়, রুখিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৮ মেগাওয়াট, বড়মুড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ মেগাওয়াট, গোমতি জল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬ মেগাওয়াট, মনারচক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৯৫ মেগাওয়াট, পালাটানা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩৫ মেগাওয়াট, কেন্দ্রীয় গ্রীড থেকে রাজ্যের প্রাপ্য অংশ ৯৫ মেগাওয়াট, মেঘালয় থেকে ধার নেওয়া হবে ৩০ মেগাওয়াট, অসমের বঙ্গাইগাও পাওয়ার স্টেশন থেকে রাজ্যের প্রাপ্য অংশ ৩৪ মেগাওয়াট এবং বিদ্যুৎ বিনিময়ের মাধ্যমে ২৫ মেগাওয়াট বিদ্যুতের যোগান হবে৷ সব মিলিয়ে মোট ৪৯৮ মেগাওয়াট বিদ্যুৎ যোগান হবে৷ ফলে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় কোনও সমস্যা হবে না৷ শ্রী দেববর্মার বক্তব্য, গ্রীষ্মকালে গড়ে প্রতিদিন ৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে রাজ্যে৷ গরম অপেক্ষাকৃত হলে ২৫০ মেগাওয়াটের মত বিদ্যুতের চাহিদা হয়৷