১৫ শতাংশ ভাতা প্রাপক ভুয়ো, নতুন ভাবে রিভিউ করবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ রাজ্যে সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে রিভিউ করা হয়েছে৷ রিভিউ করার পর দেখা গেছে যে,  সামাজিক ভাতার ক্ষেত্রে ১৫ শতাংশ ভুয়োভাবে ভাতার সুযোগ নিচ্ছেন৷ তাই নতুন করে রিভিউ করা হবে৷

এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত ভাতা প্রাপকদের নতুন করে রিভিউ করা হবে৷ প্রত্যেকের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে দপ্তর৷ এরপরই দাবি-আপত্তিও শোনা  হবে৷ সবশেষে ভূয়ো ভাতা প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ তিনি জানান,  বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৩ হাজার ৯৭৫ জন সামাজিক ভাতা পাচ্ছেন৷ এক্ষেত্রে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে, বাৎসরিক আয় ১ লক্ষ টাকার নিচে রয়েছে এমন পরিবারের ক্ষেত্রে সামাজিক ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে৷ এক্ষেত্রে পরিবারে কোনও সরকারি চাকুরিজীবী থাকলে সামাজিক ভাতার জন্য বিবেচনা করা হবে না৷ কিন্তু এক্ষেত্রে চুক্তিবদ্ধ কর্মী, দৈনিক  হাজিরার কর্মী, অঙ্গনওয়াড়ি কমী, আশা কর্মী, কমিউটিনি হেলথ গাইড হলে সামাজিক  ভাতার সুযোগ পাবেন৷ আবার কোনও পরিবার যারা আয়কর দিচ্ছেন, যাদের ২ একর কৃষিজমি, রাব ার বাগান, হর্টি প্ল্যান্টেশন, চা বাগান রয়েছে তারাও সামাজিক ভাতার সুবিধা পাবেন না৷ এছাড়া এমন পরিবার যাদের এলইডি বা এলসিডি টিভি, রেফ্রি জারেটর, এসি মেশিন, মোটর চালিত যানের মধ্যে থেকে যেকোন দুটি রয়েছে তারাও সামাজিক ভাতার সুবিধা পাবে না৷ তবে উল্লেখিত দ্রব্যাদির মদ্যে যেসব পরিবারে একটি মাত্র দ্রব্য রয়েছে তারা সামাজিক ভাতার সুযোগ পাবে  বলে শিক্ষামন্ত্রী জানান৷ তবে এক্ষেত্রে গ্রামসভার মাধ্যমেই স্বচ্ছভাবে সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে নতুনভাবে অন্তর্ভূক্তি বা  বাদ দেওয়া হবে৷ তিনি আরও বলেন, ৮০ ব ছর বা তার বেশি বয়সের ভাতা প্রাপক রয়েছেন তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় স্কিমে যারা রয়েছেন তারা প্রতিমাসে ৯০০ টাকা করে এবং রাজ্য স্কিমের তারা ৭০০ টাকা করে পাচ্ছেন৷ এদিন মন্ত্রিসভায় রাজ্য স্কিমে এই বয়সের ভাতা প্রাপকদেরও ৯০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *