জয়পুর সীমান্তে বিএসএফ – জনতা খন্ডযুদ্ধ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ এক যুবককে অযথা হয়রানির ঘটনায় জয়পুর সীমান্তে বৃহস্পতিবার বিএসএফ ও স্থানীয় জনগণের মধ্যে খন্ডযুদ্ধ হয়েছে৷ তাতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ স্থানীয় জনগণ এই ঘটনায় থানায় মামলা করেছে৷

জানা গেছে, এদিন জয়পুর সীমান্ত এলাকার বাসীন্দা জয়লাল মিয়াকে পুলিশ মারধর করেছে৷ এই ঘটনায় স্থানীয় জনগণ প্রতিরোধে এগিয়ে আসলে বিএসএফ জওয়ানরা বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ৷

এদিন জয়লাল বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাওয়ার সময় বিএসএফ তার পথ আটকে জিজ্ঞাসাবাদ করে৷ পাচারকারী সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের সময় বিএসএফ জওয়ানরা তাকে মারধর করেছে বলে অভিযোগ৷ ওইসময় জয়লালের চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ তারা প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ জওয়ানরা স্থানীয় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ৷

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ ছুটে যায়৷ বিএসএফের মারধরে জয়লাল সহ তিনজন আহত হয়েছেন৷ এছাড়াও আরো কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷ আহত তিনজন জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর৷ স্থানীয় জনগণ এই ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ানদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *